৫৫০ কেজির বিরল মাছ ধরলেন ওড়িশার মৎস্যজীবীরা, কত টাকায় বিক্রি হল জানেন?

৫৫০ কেজির বিরল সাইলর মার্লিন মাছ ধরলেন ওড়িশার মৎস্যজীবীরা। মঙ্গলবার বিশালকার ওই মাছটি ধরা পড়ে বালাসোরের মৎস্যজীবীদের জালে।

বালাসোর: ৫৫০ কেজির বিরল সাইলর মার্লিন মাছ (Sailor Marlin Fish) ধরলেন ওড়িশার (Odisha) মৎস্যজীবীরা (Fishermen)। মঙ্গলবার বিশালকার ওই মাছটি ধরা পড়ে বালাসোরের (Balasore) মৎস্যজীবীদের জালে। বাজারে নিয়ে যাওয়ার পরে মাছটিকে বিক্রি করা হয় এক লক্ষ টাকায়।

এপ্রসঙ্গে বালাসোরের সহকারি ফিশারিজ আধিকারিক (Assistant Fisheries Officer) পার্থসারথি সোয়েন জানান, বিরল প্রজাতির এই মাছটি দিয়ে বিষন্নতা কাটানোর ওষুধ (anti-depressant medicines) তৈরি করা হয়।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)