Modi in Dwarka: দ্বারকাধীশ মন্দির দর্শনে মোদী, শারদাপীঠ মহারাজের পা ছুঁয়ে প্রণাম

সেখানে শঙ্করাচার্য মঠ শারদাপীঠের মহারাজ স্বামী সদানন্দ সরস্বতী জির চরণ স্পর্শ করে আশীর্বাদ দেন প্রধানমন্ত্রী। এরপর দ্বারকাবাসীদের জন্যে জনসভাও করেন তিনি।

Modi in Dwarka (Photo Credits: ANI)

Modi in Dwarka:  রবিবার দ্বারকায় একের পর এক কর্মসূচি চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। এদিন দ্বারকায় (Dwarka) দেশের দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন করেছেন তিনি। গুজরাটের (Gujarat) দ্বারকায় অবস্থিত ওই সেতুটি ওখার সঙ্গে বেইট দ্বারকাকে যুক্ত করেছে। এরপর শ্রীকৃষ্ণের দ্বারকা সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে স্কুবা ড্রাইভিংও করেন মোদী। সেখান থেকে তিনি যান দ্বারকাধীশ মন্দির দর্শনে (Dwarkadhis Temple)। সেখানে শঙ্করাচার্য মঠ শারদাপীঠের মহারাজ স্বামী সদানন্দ সরস্বতী জির চরণ স্পর্শ করে আশীর্বাদ দেন প্রধানমন্ত্রী। এরপর দ্বারকাবাসীদের জন্যে জনসভাও করেন তিনি।

আরও পড়ুনঃ  স্কুবা ড্রাইভিংয়ে মোদীর দ্বারকা দর্শন, ঐশ্বরিক অভিজ্ঞতার কথা জানালেন প্রধানমন্ত্রী

মোদীর দ্বারকাধীশ মন্দির দর্শন... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now