Living Fossils in Arizona: অ্যারিজোনায় দেখা মিলল ডাইনোসরের সমসাময়িক এক প্রজাতি চিংড়ির, দেখুন সেই ছবি

Living Fossils, Photo Credit: twitter@nypost

অ্যারিজোনায়(Arizona) দেখা মিলল এক প্রাগৈতিহাসিক চিংড়ির(Tadpole Shrimp)। যা কয়েক শত বছর ধরে পৃথিবীতে বিদ্যমান। ইসরাইলের(Israel) বাসিন্দা ২৯ বছরের এক যুবক এই ট্যাডপোল চিংড়ির(Tadpole Shrimp) ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে। ইসরাইলের(Israel) এক কম্পিউটার সফটওয়্যার কর্মী (Computer software engineer)  এর মাধ্যমে জানা যায় যে এই প্রাণীটি ডাইনোসরের(Dinosaur) সময় থেকে পৃথিবীতে জীবিত আছে। তবে এই "জীবন্ত জীবাশ্মকে"(Living Fossils) বরফের আবৃত্ত স্থান ইউটা(Utah) এবং গ্র্যান্ড ক্যানিয়ন(Grand Canyon) রাজ্যের সীমান্ত এলাকায় দেখতে পাওয়া গেছে।