Karnataka: হোস্টেলের খাবারে বিষক্রিয়া! হাসপাতালে ভর্তি ২০ জনের বেশি ছাত্রী
কর্ণাটকের (Karnataka) কোপ্পালে একটি স্কুলের হোস্টেলের খাবার খেয়ে বিষক্রিয়া (Food Poisoning) হয়ে হাসপাতালে ভর্তি ২০ জনেরও বেশি ছাত্রী। মঙ্গলবার সকালে হোস্টেলে ব্রেফফাস্ট করার পর থেকেই ছাত্রীরা অসুস্থ বোধ করেন। কয়েকজন বমিও করতে শুরু করে। পড়ুয়াদের অবস্থা ক্রমগাত অবনতি হচ্ছে দেখে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।