Jawaharlal Nehru University: হিন্দু, বৌদ্ধ ও জৈন চর্চা হবে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে
হিন্দু, বৌদ্ধ ও জৈন পঠনপাঠনের কেন্দ্র খুলছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে।
নয়াদিল্লি: জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (Jawaharlal Nehru University) হিন্দু অধ্যয়নের (Hindu Studies) পাশাপাশি বৌদ্ধ (Buddhist) ও জৈন অধ্যয়নের (Jain Studies) কেন্দ্র খুলবে। নতুন এই বিষয়গুলো চালু করার জন্য অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠক হয়, সম্প্রতি সেটি অনুমোদন পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে। ২০২৫-২৬ অধিবেশন থেকে তিনটি নতুন 'হিন্দু, বৌদ্ধ এবং জৈন' পঠনপাঠন কেন্দ্র চালু করা হবে। শিক্ষার্থীরা তিনটি অধ্যয়ন কেন্দ্র থেকে স্নাতকোত্তর ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি করতে পারবেন। কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট-এর মাধ্যমে বিষয়গুলোতে ভর্তি নেওয়া হবে। প্রাথমিকভাবে তিনটি কেন্দ্রেই ২০-২০টি আসন থাকবে। পরে সংখ্যা বাড়ানো হবে।
দেখুন