Jammu and Kashmir: নাগাড়ে বৃষ্টি, জম্মু-কাশ্মীরে ভূমিধসে মা ও তিন সন্তানের মৃত্যু

সকালের ভূমিধসে ভেঙে পরে তাঁদের বাড়ি। ধ্বংসাবশেষে চাপা পরে মহিলা এবং তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। এক সন্তানের বয়স ছিল মাত্র ২ মাস।

Jammu and Kashmir Landslide (Photo Credits: ANI)

Jammu and Kashmir: গত ২৪ ঘণ্টা ধরে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। মাঝারি থেকে ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় ভূমিধস (Landslide) নেমেছে। রবিবার সাতসকালে রেয়াসি জেলায় ভূমিধসে প্রাণ গেল এক মা ও তাঁর তিন সন্তানের। মাহোর সাব ডিভিশনের চাসানা গ্রামে বাড়িতে তিন সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন ওই মহিলা। সকালের ভূমিধসে ভেঙে পরে তাঁদের বাড়ি। ধ্বংসাবশেষে চাপা পরে মহিলা এবং তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। এক সন্তানের বয়স ছিল মাত্র ২ মাস।

দেখুন টুইট...