Gujarat Shocker: দাদুর বাড়িতে বেড়াতে এসে চিতার শিকার নাবালক, উদ্ধার ছিন্নভিন্ন দেহ

বছর চারেকের নাবালককে ছিঁড়ে খেল চিতা (4-Year-Old Boy Mauled to Death by Leopard)।

leopard (photo credit- pixabay)

পঞ্চমহল, ১৭ অগাস্ট:  বছর চারেকের নাবালককে ছিঁড়ে খেল চিতা (4-Year-Old Boy Mauled to Death by Leopard)। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের পঞ্চমহলের গোঘাম্বা জেলার মালু গ্রামে। হতভাগ্য। শিশুর শরীরের খণ্ডিত অংশ ও ছিন্ন মাথা মিলেছে গ্রামের কাছে। আরও পড়ুন- Uttar Pradesh: ১৮-র পরিবর্তে ১৯ অগাস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার

জানা গেছে, মৃত শিশুর নাম অমিত রাথওয়া। গত শুক্রবার দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। রাতে ঘুমোনোর সময় বাড়ির দরজা আটকাতে ভুলে গিয়েছিল বড়রা। সেই সময়ই চিতাটি বাড়িতে ঢুকে পড়ে।বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা চেঁচামেচি করে চিতাকে ভয় দেখানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। প্রায় ঘণ্টা কয়েক ধরে খোঁজাখুঁজি করার পর গ্রামের অদূরে শিশুটির ছিন্ন মস্তক-সহ নিথর দেহ পাওয়া যায়।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now