Go First Flight: অব্যাহত গো ফাস্টের উড়ান বাতিল, ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ পরিষেবা
গত মে মাসেই ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের কাছে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল গো ফাস্ট সংস্থা।
আর্থিক সংকটে ভুগছেন ভারতের বেসরকারি বিমান সংস্থা গো ফার্স্ট (Go First )। গত মে মাসের প্রথম সপ্তাহ থেকেই যাবতীয় উড়ান বাতিল করে চলেছে বিমান সংস্থাটি। এখনও অব্যাহত উড়ান বাতিলের সিদ্ধান্ত। আজ সোমবার গো ফাস্ট তার অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ফের বিবৃতি জারি করে জানিয়ে দেয়, ৩১ অগাস্ট পর্যন্ত তাদের সমস্ত বিমান যাত্রা বাতিল করা হয়েছে।
গত মে মাসেই ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের (National Company Law Tribunal) কাছে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছিল গো ফাস্ট সংস্থা। তাদের স্বেচ্ছায় দেউলিয়াত্ব সমাধানের আবেদন মঞ্জুর করে এনসিএলটি। যাবতীয় সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বিমান পরিষেবা বাতিল রাখবে গো ফাস্ট, এমনই অনুমান করা হচ্ছে।