Andhra Pradesh: বাজ পড়ে দোকানে লাগল আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু দু'জনের, আহত অনেকে
দিওয়ালি আবহে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দোকানে বাজ পড়ে লাগল আগুন, আর সেই আগুনে পুড়ে মৃত্যু হল দু'জনের।
দিওয়ালি আবহে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দোকানে বাজ পড়ে লাগল আগুন, আর সেই আগুনে পুড়ে মৃত্যু হল দু'জনের। ঘটনাটি ঘটেছে পূর্ব গোদাবরীর উন্দ্রজাভারম (Undrajavaram) এলাকায়। জানা যাচ্ছে, এদিন সকাল থেকে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। আর এদিন দুপুরে ওই দোকানে বাজ পড়ে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এরমধ্যে গুরুতর আহত হয় পাঁচজন। আরও পাঁচজনের গুরুতর চোট না লাগার কারণে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল বাহিন ী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।