Holi 2022: আসন্ন হোলি উপলক্ষে নাগপুরের বাজারে রঙের মেলা, দেখুন ছবি

টানা দু' বছরের কোভিড-১৯ লকডাইন শেষে হোলির আনন্দে (Holi 2022) উত্তাল মহারাষ্ট্র। প্রশাসনের তরফেও কোভুড বিধি অনেকটা শিথিল। তাইতো আসন্ন হোলি উপলক্ষে আমজনতার বিকিকিনি বেড়েছে।

Itwari Market in Nagpur (Photo Credits: ANI)

টানা দু' বছরের কোভিড-১৯ লকডাইন শেষে হোলির আনন্দে (Holi 2022) উত্তাল মহারাষ্ট্র।  প্রশাসনের তরফেও কোভুড বিধি অনেকটা শিথিল। তাইতো আসন্ন হোলি উপলক্ষে আমজনতার বিকিকিনি বেড়েছে। নাগপুরের (Nagpur) ইটওয়ারি বাজারে চলছে রঙের উৎসবের বিক্রিবাট্টা। আবীর থেকে রং, প্রাকৃতিক রং থেকে ভেসজ আবীর কী নেই সেই তালিকায়, বিভিন্ন রকমের পিচকিরি, রঙীন চুলের টুপি। একেবারে রামধনু রূপে সেজেছে বাজার। আর হোলি উদযাপনে উদগ্রীব জনতা সেই রামধনুকেই নিজের মতো করে নিতে বাজারে চলে এসেছে,  উপচে পড়েছে ভিড়।

দেখুন ছবি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now