Deepfake Issue: ডিপফেকে রাশ টানতে এবার নজরদারি চালাবে বিশেষ অফিসার, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

রশ্মিকার পর ডিপফেকের শিকার হয়েছেন ক্যাটরিনা, কাজলের মত নায়িকারাও। তবে শুধু অভিনেত্রীরাই নয়, যেকোনো সময়ে ডিপফেকের শিকার হতে পারেন যে কেউ। রাশ টানতে এবার নজরদারি চালাবে বিশেষ অফিসা

Union Minister Rajeev Chandrasekhar (Photo Credits: ANI)

অভিনেত্রী রশ্মিকা মন্দনার ডিপফেক ভিডিয়ো (Rashmika Mandanna Deepfake Video) ঘিরে শোরগোল তৈরি হয়েছিল বিনোদন মহল থেকে সরকার মহলে। রশ্মিকার পর ডিপফেকের শিকার হয়েছেন ক্যাটরিনা, কাজলের মত নায়িকারাও। তবে শুধু অভিনেত্রীরাই নয়, যেকোনো সময়ে ডিপফেকের শিকার হতে পারেন যে কেউ। তাই ডিপফেকে (Deepfake) রাশ টানতে আজ শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর (Union Minister Rajeev Chandrasekhar) জানান, সোশ্যাল মিডিয়া এবং এর বিষয়বস্তু নিরীক্ষণের জন্য একজন রুল সেভেন অফিসার নিয়োগ করা হবে। যিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন, সেখানে সাধারণ নাগরিকেরা সহজেই নিজেদের অভিযোগ দায়ের করতে পারবেন। এর ফলে আইন লঙ্ঘনের অভিযোগগুলি সরকারের নজরে আনা অনেক সহজ হবে'।

কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণা...