Kolkata: অভিজ্ঞতার জোরে নার্সরা হতে পারেন প্র্যাকটিশনার সিস্টার, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

চিকিৎসক ও নার্সদের বিনামূল্যে জমি দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, হিডকোর চেয়ারম্যানকে বলেছি, আমাকে ১০ একর জমি দেখে দিতে। ওই জমি আমি বিনামূল্যে চিকিৎসক এবং নার্সদের দেব। ওঁরা চাইলে আবাসন বানিয়ে নেবেন।

মমতা বন্দোপাধ্যায় (Picture Credits: ANI)

স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) স্বাস্থ্য-কাঠামো খতিয়ে দেখতে তিনি বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, ভালো কাজ করলে অভিজ্ঞ নার্সদের পদোন্নতি দেব। তাঁরা হবেন প্র্যাকটিশনার সিস্টার। তাঁরাও রোগী দেখতে পারবেন। প্র্যাকটিশনার সিস্টাররা প্র্যাকটিশ করতে পারবেন। একই সঙ্গে তাঁদের দায়িত্ব নিয়ে অনেক কাজও করতে হবে।