Delhi Excise policy case: তিহার জেল থেকে বেরিয়ে সমর্থকদের মাঝে কেসিআর কন্যা কে কবিতা, দেখুন ভিডিয়ো

অবশেষে তিহার জেল থেকে বেরোলেন বিআরএস নেত্রী কে কবিতা। দীর্ঘ ৫ মাস আবগারি দুর্নীতি মামলায় জেলে ছিলেন তিনি।

অবশেষে তিহার জেল থেকে বেরোলেন বিআরএস নেত্রী কে কবিতা (K Kavitha)। দীর্ঘ ৫ মাস আবগারি দুর্নীতি মামলায় জেলে ছিলেন তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশের রউস অ্যাভিনিউ আদালতে জামানত বন্ড দিয়ে জামিন পান কেসিআর কন্যা। তাঁর জন্য এদিন তিহার জেলের সামনে অপেক্ষা করছিলেন দলীয় নেতা কর্মীরা। বেরোনোর পর উচ্ছাসিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন কবিতা। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় হায়দরাবাদে নিজের বাড়ি থেকে ইডি আধিকারিকরা গ্রেফতার করেন প্রাক্তন সাংসদ কে কবিতাকে। তারপর সেই কেসটি ইডির থেকে সিবিআইয়ের কাছে স্থানান্তরিত হয়। প্রমাণের অভাবে মঙ্গলবার তাঁকে জামিনে ছাড়ার নির্দেশ দেয় আদালত।