Bihar: বন্যার জলের তোড়ে ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল, ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু ২ শিশুর
বৃহস্পতিবার সন্ধেবেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিহারের রূপগঞ্জে কাঠিয়া বাবা মন্দির সংলগ্ন এলাকায়।
বৃহস্পতিবার সন্ধেবেলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিহারের (Kathia Baba Temple) সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে, একটানা বৃষ্টির জেরে এমনিতেই ওই এলাকায় বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ছিল। এদিন জলের তোড়ে মন্দিরের দেওয়াল ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় দুই শিশুর। গুরুতর আহত এক শিশু। জানা যাচ্ছে, এদিন ওই দেওয়ালের পাশে বসে খেলা করছিল তাঁরা। সেই সময়ই তাঁদের ওপর ভেঙে পড়ে দেওয়ালের অংশ। তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর সেখানেই চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে। আহত এক শিশুর এখনও চিকিৎসা চলছে। ঘটনাটি ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)