Delhi building collapse Incident: সরকারি আধিকারিকদের ওপর অযথা দায় চাপিয়ে যাচ্ছে দিল্লি সরকার, মন্তব্য বাঁশুরি স্বরাজের

করোল বাগে বহুতল ভেঙে পড়ার ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ।

করোল বাগে বহুতল ভেঙে পড়ার ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ (Bansuri Swaraj)। বুধবার সন্ধেবেলায় হাসপাতালে দিয়ে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে এসে তিনি বলেন, "আরএমএল হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালের আহতদের চিকিৎসা চলছে। চিকিৎসকরা দায়িত্ব নিয়ে কাজ করছেন। তবে দিল্লি সরকারের উদাসিনতার কারণে এই ঘটনা ঘটছে। বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করে সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিলে এই ধরনের ঘটনা ঘটত না। আর এই ধরনের ঘটনা ঘটলে সরকারি আধিকারিকদের ওপর অযথা দায় চাপিয়ে দিলে হয় না। নিজেদের কর্তব্যজ্ঞানহীনতার ওপরেও নজর দিতে হয়। এভাবে ক্ষতিপূরণ দিয়ে সকলের মুখ বন্ধ করার চেষ্টা করছে দিল্লি সরকার"।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now