Ayodhya Shocker: চরম অমানবিক...! ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে গেল পরিবার, জানেন শেষমেশ কী পরিণতি হল?

উত্তরপ্রদেশের অযোধ্যায় দর্শন নগর মেডিকেল কলেজের কাছে রাত ২টো নাগাদ তিনজন এসে ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধাকে রাস্তার এক ধারে শুয়ে দিয়ে যান।

Ayodhya Elderly Cancer Patient Abandoned by Family (Photo Credits: X)

অযোধ্যা, ২৫ জুলাইঃ হৃদয়বিদায়ক ঘটনা! এক বৃদ্ধা মহিলাকে তাঁর পরিবারের লোকেরা রাতের অন্ধকারে রাস্তায় ফেলে দিয়ে চলে গেলেন। হাঁটাচলা করার ক্ষমতা পর্যন্ত ছিল না ওই বৃদ্ধার। ওই ভাবেই রাস্তায় পড়ে রইলেন ঘণ্টার পর ঘণ্টা। এরপর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরের দিন সকালে পুলিশ যখন ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা চলাকালীন মারা যান তিনি। জানা যাচ্ছে, ওই বৃদ্ধা ক্যানসারের (Cancer) সঙ্গে লড়াই করছিলেন।

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যায় (Ayodhya) দর্শন নগর মেডিকেল কলেজের কাছে রাত ২টো নাগাদ তিনজন এসে ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধাকে রাস্তার এক ধারে শুয়ে দিয়ে যান। রাস্তার সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে তাঁদের সেই কুকর্ম। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। চরম অমানবিকতার এমন  নিদর্শন দেখে হতবাক গোটা নেটবাসী।

ক্যানসার আক্রান্ত বৃদ্ধাকে রাস্তায় ফেলে দিয়ে গেল পরিবার

প্রায় ৮ ঘণ্টা ওই ভাবেই রাস্তায় ধারে পড়ে ছিলেন বৃদ্ধা। পরের দিন সকাল হতে স্থানীয়দের চোখে পড়ে বিষয়টা। তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ এসেছে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু তাতেও লাভ হল না। চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement