Delhi Police: ভারত মণ্ডপমের কাছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির দেহ উদ্ধার, তদন্তে নেমে গ্রেফতার এক
আগামী শুক্রবার দেশজুড়ে পালিত হবে দোল উৎসব। সেই কারণে গোটা দেশের উল্লেখযোগ্য স্থান তো বটেই, এমনকী রাজধানী দিল্লিতেও নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
আগামী শুক্রবার দেশজুড়ে পালিত হবে দোল উৎসব। সেই কারণে গোটা দেশের উল্লেখযোগ্য স্থান তো বটেই, এমনকী রাজধানী দিল্লিতেও নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এরমধ্যেই বুধবার মথুরা রোডের কাছে ভারত মণ্ডপমের (Bharat Mandapam) সামনে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে দুর্ঘটনা মনে হলেও ঘটনার গভীরে যেতেই স্পষ্ট হয় যে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। সেই কারণেই শুক্রবার রাতেই এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। যদিও খুনের কারণ, মৃত ও আটক হওয়া ব্যক্তিদের পরিচয় এখনও কিছু জানা যায়নি।
দেখুন পোস্ট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)