Atul Subhash Suicide Case: গ্রেফতারি এড়াতে শেষমেশ পালালেন অতুল সুভাষের স্ত্রী, তাঁকে ধরতে বেঙ্গালুরু পুলিশের টিম উত্তরপ্রদেশে
বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়র অতুল সুভাষের মৃত্যুর পর ক্ষোভ ফুঁসছে গোটা দেশ। আত্মঘাতী হওয়ার আগে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের ওপর একাধিক অভিযোগ করে সকলের পর্দাফাঁস করেছেন তিনি।
বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়র অতুল সুভাষের (Atul Subhash) মৃত্যুর পর ক্ষোভ ফুঁসছে গোটা দেশ। আত্মঘাতী হওয়ার আগে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের ওপর একাধিক অভিযোগ করে সকলের পর্দাফাঁস করেছেন তিনি। তাঁর মৃত্যুর পর পরিস্কার হয়ে গিয়েছে যে পারিবারিক অশান্তির শিকার একজন ছেলেও হতে পারেন। এদিকে স্ত্রী নিকিতা সিংঘানিয়া, তাঁর মা ও ভাই পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে এটা বুঝতে পেরেই কর্ণাটক ছেড়ে পালিয়েছে। সূত্রের খবর, ছেলে ও পরিবারকে নিয়ে নিকিতা উত্তরপ্রদেশের জংপুরের বাড়িতে গা ঢাকা দিয়েছে। আর সেই খবর সামনে আসতেই জংপুরের কোতোয়ালি থানায় হাজির বেঙ্গালুরু পুলিশের চার তদন্তকারী আধিকারিক। যার মধ্যে একজন মহিলা পুলিশ অফিসারও রয়েছেন বলে জানা গিয়েছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)