Fire Breaks Out: শ্রীনগরের মসজিদে জুম্মাবারে ভয়াবহ আগুন, দেখুন ভিডিও
শ্রীনগরের বাগ-ই-দিলাওয়ার খান এলাকার একটি মসজিদে জুম্মাবারে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী পৌঁছেছে।
নয়াদিল্লি: শ্রীনগরের বাগ-ই-দিলাওয়ার খান (Srinagar's Bagh-e-Dilawar Khan) এলাকার একটি মসজিদে (Mosque) জুম্মাবারে ভয়াবহ আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকল বাহিনী (Fire Tenders) পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সূত্রে খবর দমকল বাহিনী পৌঁছনর আগেই মসজিদের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
দেখুন