Odisha: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রক্তে ভাসল সুন্দরগড়, নিহত ৫ জন, গুরুতর জখম ৪ জন
একদল লোক ধারালো অস্ত্র নিয়ে গ্রামে ঢুকে অন্য দলের সদস্যদের ওপর হামলা চালায়।
কলকাতা: ওড়িশার সুন্দরগড় (Sundergarh) জেলায় দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিন মহিলা সহ পাঁচজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন চারজন। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের মঙ্গলবার গভীর রাতে করমাডিহি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, একদল লোক ধারালো অস্ত্র নিয়ে গ্রামে ঢুকে অন্য দলের সদস্যদের ওপর হামলা চালায়। আহত চারজনকে সুন্দরগড় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। দেখুন-