Uttar Pradesh:১ মাস ধরে নিখোঁজ, পাশের গ্রামের কুয়ো থেকে উদ্ধার ব্যক্তির দেহ
জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম বিনোদ মিশ্র। বয়স ৪০। কোতয়ালি দেহাত থানার(Kotwali Dehat Police Station) অন্তর্গত আগ্রেসর গ্রামের বাসিন্দা তিনি।
নয়াদিল্লিঃ প্রায় ১ মাস ধরে নিখোঁজ ছিলেন। পাশের গ্রামের একটি পাতকুয়ো থেকে মিলল এক ব্যক্তির দেহ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) সুলতানপুরে(Sultanpur)। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিনোদ মিশ্র। বয়স ৪০। কোতয়ালি দেহাত থানার(Kotwali Dehat Police Station) অন্তর্গত আগ্রেসর গ্রামের বাসিন্দা তিনি। ২৯ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। পাশের গ্রাম সিওয়ান থেকে উদ্ধার হয় তাঁর দেহ। কয়েকজন কৃষক পাতকুয়োর মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। খুন করা হয়েছে ছেলেকে, এমনটাই অভিযোগ মৃত বিনোদের বাবার।
১ মাস ধরে নিখোঁজ, পাশের গ্রামের কুয়ো থেকে উদ্ধার ব্যক্তির দেহ