Landslide In Kedarnath: কেদারনাথা যাত্রায় বিপত্তি, মাঝ রাস্তায় ভূমিধসের কবলে পড়ে মৃত্যু ২ তীর্থযাত্রীর, আহত আরও ৩
ইতিমধ্যেই ঘটনাস্থলে পোঁছে উদ্ধারকার্যে নেমে পড়েছে রাজ্য বিপর্যয় রক্ষা বাহিনী।
নয়াদিল্লিঃ কেদারনাথ (Kedarnath)যাত্রায় বিপত্তি। মাঝপথে ভূমিধসের (Landslide )জেরে মৃত্যু দু'জনের। আহত আরও তিনজন। বুধবার সকালে আচমকাই ধস নামে কেদারনাথের জঙ্গলছাট্টি ঘাটের কাছে। পাহাড় থেকে ধসে পড়তে থাকে পাথরের চাঁই। পাথরে চাপা পড়ার ভয়ে পিছনের দিকে সরতে শুরু করেন তীর্থযাত্রীরা। আর সেই সময়ই খাদে পড়ে গিয়ে মৃত্যু হয় দু'জনের। গুরুতর আহত হন আরও তিনজন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পোঁছে উদ্ধারকার্যে নেমে পড়েছে রাজ্য বিপর্যয় রক্ষা বাহিনী। ইতিমধ্যেই খাদ থেকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে।
কেদারনাথা যাত্রায় বিপত্তি, মাঝ রাস্তায় ভূমিধসের কবলে পড়ে মৃত্যু ২ তীর্থযাত্রীর, আহত আরও ৩
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)