Ram Mandir Bhog: শ্রী কৃষ্ণের জন্মভূমি থেকে রাম জন্মভূমিতে পাঠানো হচ্ছে ভোগ, যাচ্ছে হাজার কেজির লাড্ডু
খোল, করতাল বাজিয়ে শ্রী কৃষ্ণের জন্মভূমি থেকে রাম জন্মভূমিতে ভোগ পাঠানোর উৎসব পালন চলছে মথুরায়।
একেবারে দোরগোড়ায় অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) প্রতিষ্ঠা। ২২ জানুয়ারি নবনির্মিত মন্দিরে 'রামলালা'র প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। অযোধ্যা (Ayodhya) জুড়ে এখন কেবলই উৎসবের মরসুম। রামলালার প্রতিষ্ঠা দিবসে বিশেষ ভোগের জন্যে শ্রী কৃষ্ণের জন্মস্থান মথুরা (Mathura) থেকে অযোধ্যায় পাঠানো হাজার কেজির লাড্ডু পাঠানো হচ্ছে। খোল, করতাল বাজিয়ে শ্রী কৃষ্ণের জন্মভূমি থেকে রাম জন্মভূমিতে ভোগ পাঠানোর উৎসব পালন চলছে মথুরায়।
দেখুন...