Prachanda In Mahakal Temple: ভগবান শিবের পুজো দিচ্ছেন একসময়ের মাওবাদী প্রচণ্ড! মহাকাল মন্দিরের ভিডিয়ো

ANI

উজ্জিয়নী: ছোট থেকে শুনে আসছি দুস্য রত্নাকর নাকি মানসিকতা বদলে মহান বাল্মিকী হয়েছিলেন। যার লেখা রাম চরিত্রটি নিয়ে চারিদিকে কত হইচই হয়। কখনও মসজিদের ধাঁচা ভেঙে মন্দিরের নির্মাণ হয় তো কখন রাম নামের জয়ধ্বনিতে মুখরিত হয় সমাজ। বর্তমানেও অনেক মানুষের বদল দেখা যায় ক্ষণে ক্ষণে। শুক্রবার যেমন দেখা গেল একসময়ের নেপালের এক নম্বর মাওবাদী ও পরবর্তীকালে বামপন্থী নেতায় পরিণত হওয়া প্রচণ্ডকে (Nepal's PM Pushpa Kamal Dahal)।

২০১৫ সালে নিজেদের শরীর থেকে হিন্দু রাষ্ট্রের তকমা ঝেড়ে ফেলেছিল হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট দেশ নেপাল। এই কর্মকাণ্ডের প্রধান নেতাই ছিলেন পুষ্প কুমার দাহাল বা প্রচণ্ড। শুক্রবার নেপালের বর্তমান প্রধানমন্ত্রী সেই প্রচণ্ডকেই (Nepal's PM Pushpa Kamal Dahal 'Prachanda) দেখা গেল ভারত সফরে এসে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) উজ্জিয়নীতে (Ujjain) অবস্থিত মহাকালেশ্বর শিবের (Mahakal Temple) মন্দিরে পুজো দিতে (offers prayers)। আরও পড়ুন:

দেখুন ভি়ডিয়ো: 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now