Nehru Memorial Museum: নেহেরু মিউজিয়ামের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রকে তোপ কংগ্রেস সভাপতির
খাড়গের পাশাপাশি জয়রাম রমেশও তোপ দাগেন কেন্দ্রকে
নাম পরিবর্তন নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ কংগ্রেসের। নেহেরু মিউজিয়াম এন্ড লাইব্রেরীর নাম পরিবর্তন করে প্রাইম মিনিস্টার মিউজিয়াম এন্ড সোসাইটি নাম করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। প্রাক্তন প্রধানমন্ত্রীর নামাঙ্কিত মিউজিয়ামের নাম পরিবর্তন নিয়ে এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, "যাদের নিজেদের কোন ইতিহাস নেই, তারা পরের ইতিহাস মুছতে চেষ্টা করছে"।
রাজনাথ সিং বৃহষ্পতিবার এই মিউজিয়ামের নাম পরিবর্তন করেন। বর্তমানে তিনি এই মিউজিয়ামের ভাইস-প্রেসিডেন্ট। এই সোসাইটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এছাড়া অমিত শাহ, নির্মলা সীতারামন, ধর্মেন্দ্র প্রধান, জি কিষেন রেড্ডি সহ আরও ২৯ জন সদস্য রয়েছেন এই মিউজিয়ামে।