Narendra Modi On Operation Sindoor: ভারতের কাছে ফিরবে POK? ফের মনে করালেন প্রধানমন্ত্রী
অপারেশন সিদূঁরের পর এই প্রথম জাতির উদ্দেশে বলতে শোনা যায় প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi)। প্রধানমন্ত্রী (PM Narendra Modi) স্পষ্ট জানিয়ে দেন, অপারেশন সিদূঁর স্থিগত করা হয়েছে মাত্র, পুরোপুরি শেষ হয়নি। এসবের পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ভারতের কথা হলে, তা সন্ত্রাসবাদ নিয়ে হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর (POK) নিয়ে হবে বলে স্পষ্ট জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারতের (India-Pakistan War) অবস্থান স্পষ্ট এ বিষয়ে। সন্ত্রাসের সঙ্গে আলোচনা চলতে পারে না। ব্যবসা চলতে পারে না। অর্থাৎ পাকিস্তানের নিজেকে বাঁচাতে হলে দেশে থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে। যে জঙ্গিদের চারা গাছে পাকিস্তান জল সিঞ্চন করছে, তা একদিন মহীরুহে পরিণত হচ্ছে বলেও পাকিস্তানকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত সোমবার দুপুরে ডিজিএমওরা সাংবাদিক সম্মেলন করেন। সেখানেও তাঁরা স্পষ্ট জানান, জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সিদূঁর বন্ধ হয়নি। স্থগিত হয়েছে মাত্র।
আরও পড়ুন: Operation Sindoor: 'নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করা হবে না', পাকিস্তানকে কড়া বার্তা মোদীর
শুনুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)