Nagpur: অফিসের শৌচালয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আইটি কর্মী, মৃত্যু হৃদরোগে
এদিন সন্ধ্যে ৭টা নাগাদ অফিসের শৌচালয়ে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সহ-কর্মীরা। তৎক্ষণাৎ নীতিনকে উদ্ধার করে এমস নাগপুরে নিয়ে যাওয়া হয়।
শৌচালয়ে গিয়ে আচমকা হৃদরোগ। প্রাণ হারালেন মুম্বইয়ের এক আইটি কর্মী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যাবেলা। মহারাষ্ট্রের নাগপুরের (Nagpur) মিহান এলাকায় প্রথম সারির এক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী হৃদরোগের কামড়ে প্রাণ হারিয়েছেন। মৃত আইটি কর্মীর নাম নীতিন এডউইন মাইকেল। এদিন সন্ধ্যে ৭টা নাগাদ অফিসের শৌচালয়ে তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন সহ-কর্মীরা। তৎক্ষণাৎ নীতিনকে উদ্ধার করে এমস নাগপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা আইটি কর্মীকে মৃত বলে জানিয়ে দেন। পুলিশ জানাচ্ছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে। তবে প্রাথমিকভাবে আইটি কর্মীর মৃত্যু হৃদরোগের (Heart Attack) কারণে হয়েছে বলে অনুমান করা হচ্ছে।