Murder: ভর সন্ধ্যায় গুলি চলল বার্গার কিং-এর আউটলেটে, গুলিবিদ্ধ হয়ে মৃত ১

পুলিশ আরও জানায়, জনবহুল এলাকায় রয়েছে বার্গার কিং-এর এই আউটলেট। এ রকম একটা জায়গায় ভর সন্ধ্যায় গুলি চলায় লোকজন আতঙ্কে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। যদিও কেউ জখম হননি।

নয়াদিল্লিঃ মঙ্গলবার সন্ধ্যায় দু'পক্ষের গোলাগুলির (Shot) ঘটনায় উত্তপ্ত দিল্লির রাজৌরি গার্ডেনের বার্গার কিং আউটলেট (Burger King)। প্রায় ১৫ রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। পুলিশ )Police) জানিয়েছে, মঙ্গলবার রাতে পশ্চিম দিল্লির (West Delhi) বার্গার কিং-এর আউটলেটে গুলিবর্ষণ হয়। পারস্পরিক শত্রুতার জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক ব্যাক্তিকে উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই মুহূর্তে ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ আরও জানায়, জনবহুল এলাকায় রয়েছে বার্গার কিং-এর এই আউটলেট। এ রকম একটা জায়গায় ভর সন্ধ্যায় গুলি চলায় লোকজন আতঙ্কে এদিক-ওদিক ছুটতে শুরু করেন। যদিও কেউ জখম হননি।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now