Mumbai Bomb Threat: 'বিস্ফোরণে উড়ে যাবে গোটা শহর' পুলিশ হেল্পলাইনে উড়ো ফোন, ছড়াল বোমাতঙ্ক
এই ফোন পেয়েই তদন্তে নামে মুম্বই পুলিশের বোম্ব স্কোয়াড। ঘিরে ফেলা হয় মুম্বই শহরের বেশকিছু এলাকা।
নয়াদিল্লিঃ এবার খোদ পুলিশ (Police) হেল্পলাইনে ফোন করে বিস্ফোরণের (Bomb Blast) হুমকি। সোমবার সকাল ৯ টা নাগাদ এটি ফোন আসে মুম্বই পুলিশের (Mumbai Police) হেল্পলাইন নম্বরে। ১১২ নম্বরে ফোন করে রাজীব সিং নামে এক ব্যক্তি জানা, মুম্বই শহরে বড়সড় বিস্ফোরণ হতে পারে। তিনি দাবি করেন। পথে কোনও ব্যক্তির কানাঘুষো এই কথা শুনেছেন তিনি। এই ফোন পেয়েই তদন্তে নামে মুম্বই পুলিশের বোম্ব স্কোয়াড। ঘিরে ফেলা হয় মুম্বই শহরের বেশকিছু এলাকা। শহরজুড়ে চলে তল্লাশি। কোনওরকম সন্দেহজনক কিছু না খুঁজে পাওয়ার পর বোঝা যায় আসলে ভুয়ো ফোন কল করে মিথ্যা বলেন রাজীব সিং নামে ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। উল্লেখ্য, সোমবার সকালেই বড়সড় হামলার হাত থেকে রক্ষা পেয়েছে হায়দরাবাদ। নিজমের শহর থেকে গ্রেফতার করা হয় দুই জঙ্গিকে। আইসিসের মদতে হায়দরাবাদ শহরে বড়সড় হামলার ছিক কষছিল তারা, এমনটাই জানা গিয়েছে।
'বিস্ফোরণে উড়ে যাবে গোটা শহর' পুলিশ হেল্পলাইনে বোমাতঙ্ক
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)