Mumbai: আজও গণেশ পুজোর মেগা বিসর্জন মুম্বইয়ে, কোভিড বিধিতে চোখ বিসর্জনে

গতকালের মত আজ, রবিবারও মুম্বইয়ে গণেশ পুজোর বিসর্জন। যেমন কলকাতায় দু তিন ধরে দুর্গাপুজোর বিসর্জন চলে থাকে। মুম্বইয়ে এবার অনেক বিধিনিষেধের মধ্যে হয়েছে সেখানকার সবচেয়ে বড় উৎসব গণেশ পুজো। আজ, রবিবার মুম্বইয়ের বেশ কিছু বড় গণেশ পুজোর ভাসান।

Ganesh Chaturthi. (Photo credits: Twitter)

গতকালের মত আজ, রবিবারও মুম্বইয়ে গণেশ পুজোর বিসর্জন (Mumbai Ganesh)। যেমন কলকাতায় দু তিন ধরে দুর্গাপুজোর বিসর্জন চলে থাকে। মুম্বইয়ে এবার অনেক বিধিনিষেধের মধ্যে হয়েছে সেখানকার সবচেয়ে বড় উৎসব গণেশ পুজো। আজ, রবিবার মুম্বইয়ের বেশ কিছু বড় গণেশ পুজোর ভাসান। গণেশ বালিতে মুম্বই চা রাজা গণেশ মূর্তি নিয়ে ভাসানের প্রক্রিয়া শুরু হয়েছে সকাল থেকেই। নিরাপত্তা জোরদারের পাশাপাশি কোভিড বিধি নিয়ে খুব সতর্ক প্রশাসন। মাস্ক ছাড়া কাউকে দেখলেই জরিমানা দিতে হবে বলে জানিয়েছে পুলিশ (Mumbai Police)।

দেখুন টুইট