Haryana Train Fire: রোহতাকে 'দ্য বার্নিং ট্রেন', হরিয়ানায় ট্রেনের কামরায় বিস্ফোরণে জখম ৪

আজ, সোমবার বিকেল সাড়ে ৪টা নাগাদ রোহতাক থেকে দিল্লিগামী এক প্যাসেঞ্জার ট্রেন সাম্পালা স্টেশনের সামনে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে।

Moving train Catches Fire. (Photo Credits: X/ANI)

হরিয়ানার রোহতাকে (Haryana Train Fire) এক যাত্রীবাহী ট্রেনে ছোটমাত্রার বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ, সোমবার বিকেল সাড়ে ৪টা নাগাদ রোহতাক থেকে দিল্লিগামী এক প্যাসেঞ্জার ট্রেন ((Jind-Delhi MEMU train) সাম্পালা স্টেশনের সামনে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের পরেই চলন্ত ট্রেনের একটি কামরায় আগুন লেগে যায়। এরপর জ্বলন্ত ট্রেনটিকে থামিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। চারজন গুরুতর জখম হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে যায় রেল পুলিশ ও স্থানীয় পুলিশের শীর্ষ আধিকারিকরা। ঘটনার তদন্তে দিল্লি থেকে ফরেন্সিক দল ঘটনাস্থলে গিয়েছে।

রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্রেনটিতে সফরকারী এক যাত্রী পলিথিন ব্যাগে অনেকটা পরিমাণ সালফার পটাশ নিয়ে যাচ্ছিলেন। সেখান থেকেই বিস্ফোরণ হয়। দিওয়ালিতে বাজি বানানোর জন্য সেই যাত্রী সালফার পটাশ নিয়ে যায় বলে খবর। ঘটনার তদন্ত করছে পুলিশ।

রোহতাকে ট্রেনে বিস্ফোরণ