Modi Government Blocks 66,000 WhatsApp Accounts: হোয়াটসঅ্যাপ বার্তায় হিংসা ছড়ানোর জের, ৬৬০০০ একাউন্ট ব্লক করল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক (দেখুন
গত মে মাসে কেন্দ্রীয় সরকারের টেলিকম দফতর চালু করেছিল নতুন পোর্টাল যার নাম সঞ্চার সাথী। এই পোর্টাল থেকে মানুষজন তাঁদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া স্মার্টফোন ট্র্যাক করতে পারবেন বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
গত মে মাসে কেন্দ্রীয় সরকারের টেলিকম দফতর চালু করেছিল নতুন পোর্টাল যার নাম সঞ্চার সাথী। এই পোর্টাল থেকে মানুষজন তাঁদের হারিয়ে যাওয়া বা চুরি হওয়া স্মার্টফোন ট্র্যাক করতে পারবেন বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।এই সঞ্চার সাথী পোর্টাল (Sanchar Saathi portal) চালু হওয়ার পর থেকে কেন্দ্রীয় সরকার (Central Government) ৫২ লক্ষ ফোনের কানেকশনকে (mobile Phone connections) ভুয়ো (fraudulently obtained) বলে শনাক্ত করে সেগুলি বন্ধ করেছে (deactivated) বলে বৃহস্পতিবার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union minister Ashwini Vaishnaw)। এর পাশাপাশি তিনি জানান ভুয়ো খবর ছড়ানো, বা দাঙ্গা সম্পর্কিত উস্কানি, অপরাধমূলক বার্তা ছড়ানোর অপরাধে ৬৬,০০০ হাজার ভুয়ো হোয়াটসঅ্যাপ একাউন্টকেও ব্লক করা হয়েছে। দেখুন কী বললেন তিনি-