Mirzapur: মাংসের বদলে পাতে পড়ল কেবল মাংসের ঝোল, বিজেপি সাংসদের দাওয়াতে হাতাহাতি কাণ্ড

খাসির মাংস খাওয়ার জন্যে সাংসদ দাওয়াত দিয়েছিলেন তাঁর কার্যাচলে। অথচ খেতে বসে পাতে মাংস নয় বরং পড়ল কেবলই মাংসের ঝোল। আর তাতেই চটলেন অতিথিরা।

Fight broke during a feast in BJP MP Vinod Bind's office when only gravy was served instead of goat meat (Photo Credits: X)

হাজার দেড়েক অতিথি ডেকে ভোজের আয়োজন করেছিলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মির্জাপুরের (Mirzapur) বিজেপি সাংসদ বিনোদ বিন্দ। তবে খাওয়াদাওয়া পর্বের মাঝেই হঠাৎ শুরু হাতাহাতি। এলোপাথাড়ি মারধর। খাসির মাংস খাওয়ার জন্যে সাংসদ দাওয়াত দিয়েছিলেন তাঁর কার্যাচলে। অথচ খেতে বসে পাতে মাংস নয় বরং পড়ল কেবলই মাংসের ঝোল। আর তাতেই চটলেন অতিথিরা। বিজেপি সাংসদ বিনোদ বিন্দের কার্যালয়ে ভোজের আমন্ত্রণ পেয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন। অথচ মাংস না পেয়ে কেবল মাংসের ঝোল পেয়ে চটলেন তাঁরা। এলোপাথাড়ি হাতাহাতির জেরে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় সাংসদের কার্যালয়ে।

মাংসের বদলে পাতে পড়ল কেবল মাংসের ঝোল... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now