Mumbai Murder: 'ডেটিং' নিয়ে ঝামেলা, সহপাঠীকে বহুতলের ছাদ থেকে ঠেলে ফেলে দিল নাবালক
এরপরই গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে অভিযুক্ত।
নয়াদিল্লিঃ নাবালিকাকে (Minor) ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন (Murder) করে গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা। গ্রেফতার নাবালক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভান্দুপে। জানা গিয়েছে, মৃতার বয়স ১৫। একটি আন্তর্জাতিক ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত ওই নাবালিকা। সেখানেই অভিযুক্তের সঙ্গে পড়ত ওই নাবালিকা। গত ২৪ জুন, ওই তরুণের আবাসনে যায় তরুণী। দু'জনে মিলে ছাদে ওঠে তারা। সেখানেই পড়াশোনা নিয়ে আলোচনা চলতে চলতে 'ডেটিং' নিয়ে তাদের মধ্যে বচসা বাঁধে। বচসা চরমে পৌঁছলে ওই নাবালিকাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেয় সে। ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ওই নাবালিকার। এরপরই গোটা ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে সে। খুনের দায়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
সহপাঠীকে বহুতলের ছাদ থেকে ঠেলে ফেলে দিল নাবালক
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)