Earthquake In Manipur: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুরের বিস্তীর্ণ এলাকা, আতঙ্কিত মানুষ

বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য মণিপুরের বিস্তীর্ণ এলাকা। আতঙ্কিত মানুষজনকে নিজেদের বাড়ি ও কাজের জায়গা ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

প্রতীকী ছবি (Photo Credits: File Photo)

বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা মৃদু ভূমিকম্পে (Mild Earthquake) কেঁপে উঠল মধ্য মণিপুরের (Manipur) বিস্তীর্ণ এলাকা। আতঙ্কিত মানুষজনকে নিজেদের বাড়ি ও কাজের জায়গা ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

এপ্রসঙ্গে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology)-র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৫১ মিনিট নাগাদ মধ্য মণিপুরের মইরাঙ্গ (Moirang) এলাকা থেকে ৬০ কিলোমিটার দূরে মৃদু ভূমিকম্প হয়। রিখটার স্কেলে (Richter Scale) ভূকম্পনের মাত্রা ছিল ৩.৮। আরও পড়ুন: Hanuman Idol: ১১ বছর পর, তামিলনাড়ুর মন্দির থেকে চুরি যাওয়া হনুমানের মূর্তির সন্ধান মিলল নিউইয়র্কের মিউজিয়ামে