Ram Janmabhoomi Temple: কোথায় কী, হদিশ দিতে প্রকাশ্যে রাম জন্মভূমি মন্দিরের মানচিত্র

Ram Janmabhoomi Temple Map (Photo Credit: ANI/Twitter)

রাম জন্মভূমি মন্দিরের (Ram Janmabhoomi) মানচিত্র প্রকাশ করা হল। চম্পত রাই প্রকাশ করেন রাম জন্মভূমি মন্দিরের মানচিত্র। শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশ অনুযায়ী এই রাম জন্মভূমি মন্দিরের মানচিত্র প্রকাশ করা হয়। এমনই জানান চম্পত রাই। রাম জন্মভূমি মন্দিরের কোথায় কী রয়েছে, মানুষকে তার হদিশ দিতেই এই মানচিত্র প্রকাশ বলে জানানো হয়।

দেখুন ভিডিয়ো...