Maoist Killed In Chhattisgarh: ছত্তিশগড় কাঁপিয়ে মাওবাদী অভিযান নিরাপত্তারক্ষীদের, নিহত পরপর ১০
এবার পরপর ৮ থেকে ১০ জন মাওবাদীকে খতম করা হল। ছত্তিশগড়ের (Chhattisgarh) গরিয়াবাঁধে পরপর ১০ মাওবাদীকে (Maoist) খতম করলেন নিরাপত্তারক্ষীরা। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার ছত্তিশগড়ের গরিয়াবাঁধে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই শুরু হয়। যার জেরে পরপর ৮-১০ মাওবাদী নিহত হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার বিকেল থেকে গরিয়াবাঁধে ভারতীয় সেনার স্পেশাল টাস্ক ফোর্স এবং কোরবার বাহিনীর জওয়ানরা তল্লাশি অভিযান শুরু করেন। সেই সময় এসটিএফ এবং কোবরা জওয়ানদের দেখে গুলি ছুঁড়তে শুরু করে। তারপরই শুরু হয় সংঘর্ষ।
বুধবার পরপর ১৬ জন মাওবাদী আত্মসমর্পণ করে। ছত্তিশগড়ে পরপর ১৬ জন মাওবাদীর আত্মসমর্পণের পর এবার ১০ জনের নিহত হওয়ার খবর মেলে। যে ১০ জন আজ নিহত হয়, তাদের মধ্যে রয়েছে মনোজ আলিয়াস ওরফে মোডেম বালকৃষ্ণের মত শীর্ষস্থানীয় নেতা।
পরপর ১০ জন মাওবাদীর নিহত হওয়ার খবর মেলে...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)