Maoist Encounter In Chhattisgarh: নিহত কোবরা জওয়ান মেহুল সোলাঙ্কিকে শ্রদ্ধা জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই (দেখুন ভিডিও)
নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন মাওবাদীর (Maoist Encounter) মৃত্যু হয়েছে ছত্তিশগড়ে৷ শুধু তাই নয় এনকাউন্টারে ২০০৩ সালে অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর হত্যার চক্রান্ত করা আলিপিরি বোমা হামলার মূলচক্রী, মাওবাদীদের সুপ্রিম কম্যান্ডার তথা স্ট্র্যাটেজিস্ট নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজুরও মৃত্যু হয়েছে৷ তবে এনকাউন্টারে শহীদ হয়েছেন নিহত কোবরা জওয়ান মেহুল সোলাঙ্কি (CoBRA Battalion soldier Mehul Bhai Solanki)। তাঁর নিথর দেহে আজ শ্রদ্ধা জানান (CM Vishnu Deo Sai)।
নিহত কোবরা জওয়ান মেহুল সোলাঙ্কিকে শ্রদ্ধা জানাতে তিনি বলেন, নারায়ণপুর এলাকায় নকশাল ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে গুজরাতের বাসিন্দা কোবরা জওয়ান মেহুল সোলাঙ্কি প্রাণ হারিয়েছেন। আমরা তাঁকে শ্রদ্ধা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি। তাঁর আত্মত্যাগ বৃথা যাবে না। বস্তার এলাকায় শান্তি বিরাজ করবে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)