Cockroach in Dosa: রেস্তোরাঁয় ধোসা খেতে গিয়ে পাতে মিলল আস্ত আরশোলা, দেখুন ভাইরাল ভিডিয়ো
খেতে খেতে আচমকাই তিনি লক্ষ্য করেন ধোসার মধ্যে পড়ে রয়েছে ছোট একটি আরশোলা। জীবন্ত অবস্থায় থাকা আরশোলা ধোসার মধ্যে পড়েই পুড়ে গিয়েছে।
Cockroach in Dosa: দক্ষিণ ভারতের এক অতি জনপ্রিয় খাবার হল ধোসা। বিভিন্ন খাবার হোটেল হোক কিংবা রেস্তোরাঁয় বিভিন্ন স্বাদের ধোসায় মন এবং পেট দুই ভরে দক্ষিণ ভারতীয়দের। পছন্দের রেস্তোরাঁ থেকে পছন্দের খাবার ধোসা খেতে গিয়ে এক ক্রেতার পাতে পড়ল আস্ত আরশোলা। হায়দরাবাদের (Hyderabad) ওয়ারাঙ্গল হাইওয়ের ধারে শ্রী রাঘবেন্দ্র হোটেলে (Sri Raghavendra Hotel) ২৩ অগাস্ট ধোসা খেতে গিয়েছিলেন এক ক্রেতা। খেতে খেতে আচমকাই তিনি লক্ষ্য করেন ধোসার মধ্যে পড়ে রয়েছে ছোট একটি আরশোলা। জীবন্ত অবস্থায় থাকা আরশোলা (Cockroach) ধোসার মধ্যে পড়েই পুড়ে গিয়েছে। খাবারের মধ্যে আরশোলা পেয়ে বেজায় চটে যান ওই ক্রেতা। হোটেল কর্তৃপক্ষকে ডেকে পাঠান তিনি। এমন অস্বাস্থ্যকর ভাবে ক্রেতাদের খাবার পরিবেশন করার জন্যে হোটেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকিও দেন তিনি।
ধোসার মধ্যে আরশোলা...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)