Maharashtra: জওহর-সিলভাসা রোডে দুটি রাষ্ট্রীয় পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত কমপক্ষে ২০ জন জানাল পালঘর পুলিশ

মহারাষ্ট্রের পালঘর জেলার জওহর-সিলভাসা রোডে দুটি রাষ্ট্রীয় পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে ২০ জন,আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে

মহারাষ্ট্র: আজ (৭ নভেম্বর) সকালে মহারাষ্ট্রের পালঘর জেলার জওহর-সিলভাসা রোডে   দুটি রাষ্ট্রীয় পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়, পুলিশ সূত্রে খবর ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছে।  ঘটনাস্থল থেকে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পালঘর পুলিশ কর্তৃপক্ষ।