Maharashtra : পেঁয়াজের রপ্তানি শুল্ক কমানোর দাবিতে বিক্ষোভ, উপমুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে পেঁয়াজ ছুড়লেন চাষীরা

উপমুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান চাষীরা

Photo Credit: Twitter@ANI

উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের দৃষ্টি আকর্ষণ করতে গাড়িতে ছোঁড়া হল পেঁয়াজ এবং টমেটো। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওঝার এয়ারপোর্ট থেকে ডিন্ডোরি এয়ারপোর্ট যাওয়ার পথে। মাঝপথে গাড়ি আটকে বিক্ষোভ দেখান কৃষকরা। ছোঁড়া হয় পেঁয়াজ এবং টমেটো।

এছাড়া কৃষকেরা মন্ত্রীকে কালো পতাকাও দেখান।পেঁয়াজের ওপর থেকে রপ্তানির শুল্ক তোলার দাবি জানানো হয়। এরপাশাপাশি টমোটোর ক্ষেত্রে যাতে সঠিক দাম রাখা হয় সেই ব্যবস্থা করার জন্য সরকারকে আবেদন জানান কৃষকরা। ঘটনার জেরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও কোনরকমে ঘটনাস্থল থেকে বের করে নিয়ে আসা হয় উপমুখ্যমন্ত্রীকে অজিত পাওয়ারকে।