Maratha Quota Protest: মারাঠা আন্দোলনের দাবি মেনে পাতিলের অনশনে ভাঙলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সিঁদুরে মেঘ কাটাতে ময়দানে বিজেপি
লোকসভা ভোটের মুখে মারাঠা সংরক্ষণ আন্দোলন তুঙ্গে উঠেছে। বিজেপি সরকারকে ভয় ধরিয়ে বড় মারাঠা আন্দোলন করছেন সমাজকর্মী জারাঙ্গে পাতিল।
টানা তিনবার দেশের মসনদে ফিরতে হলে মহারাষ্ট্রে গতবারের মত ভাল ফল করতেই হবে বিজেপিকে। কিন্তু লোকসভা ভোটের মুখে মারাঠা সংরক্ষণ আন্দোলন তুঙ্গে উঠেছে। বিজেপি সরকারকে ভয় ধরিয়ে বড় মারাঠা আন্দোলন করছেন সমাজকর্মী জারাঙ্গে পাতিল। মারাঠাদের জন্য বিশেষ কোটা বা সংরক্ষণ না দেওয়া পর্যন্ত অনশন আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তিনি। মারাঠা আন্দোলন বড় রূপ নিতে ময়দানে নামল মহারাষ্ট্রের এনডিএ সরকার। আন্দোলনকারীদের দাবি মেনে ভোটের মুখে 'ম্যানেজ' করার চেষ্টায় শিন্ডে সরকার।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নবি মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ মূর্তির সামনে আন্দোলনকারীদের মঞ্চে উঠে মনোজ জারেঙ্গা পাতিলের সঙ্গে কথা বলেন। মহারাষ্ট্র সরকার আন্দোলনকারীদের বেশীরভাগ দাবি মেনে নেয়। এরপর পাতিলের অনশন ভাঙেন মুখ্যমন্ত্রী শিন্ডে।
দেখুন খবরটি