Maharashtra: নামাজের সময় দুই গোষ্ঠীর সংঘর্ষ মহারাষ্ট্রের জলগাঁওতে, গ্রেফতার ৪৫

Maharashtra Clash (Photo Credit: ANI/Twitter)

নামাজের সময় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়াল। মাইকে গান চালানো নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ছড়ায় মহারাষ্ট্রের (Maharashtra) জলগাঁওতে। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বৃহৎ আকার নিতে শুরু করলে, পুলিশ (Police) পৌঁছে যায় ঘটনাস্থলে। ওই ঘটনার জেরে পুলিশ এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করেছে বলে খবর। ঘটনার জেরে ৪ জন পরপর আহত বলে খবর। তবে গ্রেফতারির পর থেকে পরিস্থিতি আপাতত নাগালের মধ্যে বলে জানান জলগাঁওয়ের পুলিশ সুপার এম রাজকুমার।