Maharashtra: বাড়ির বাইরে খেলতে গিয়ে বিপত্তি, ম্যানহোলে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর
এদিক ওদিকে খুঁজেও ছেলের কোন হদিস পায়নি তাঁরা। এরপর রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই ধরা পড়ে, শিশুর ম্যানহোলে পড়ে যাওয়ার দৃশ্য।
রাস্তার ধারে ম্যানহোল। আর সেই ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে মৃত্যু হল বছর চারের এক শিশুর। মহারাষ্ট্রের (Maharashtra) আহমেদনগর জেলার মুকুন্দ নাগরের ঘটনায় শোরগোল পড়েছে। রবিবার সন্ধ্যায় বাড়ির সামনেই খেলা করছিল সমর শেখ নামের ওই শিশু। এমন সময়ে ম্যানহোলে পড়ে যায় সে। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল ছেলে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। এদিক ওদিকে খুঁজেও ছেলের কোন হদিস পায়নি তাঁরা। এরপর রাস্তায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই ধরা পড়ে, শিশুর ম্যানহোলে পড়ে যাওয়ার দৃশ্য। তড়িঘড়ি সেখান থেকে শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা করা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের দিকে আঙুল উঠেছে। ম্যানহোলের ঢাকনা ঠিক মত বসানো না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবার এবং স্থানীয়দের।
দেখুন সিসিটিভি ফুটেজ...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)