Mamta Kulkarni Video: 'কিন্নর আঁখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে ইস্তফা দিচ্ছি', জানালেন মমতা কুলকার্নি
মহাকুম্ভের (Maha Kumbh 2025) মাঝে মমতা কুলকার্নিকে (Maha Kumbh) নিয়ে বিতর্ক শুরু হয়। মমতা কুলকার্নি (Mamta Kulkarni) দীর্ঘ কয়েক বছর পর যখন ফের ভারতে হাজির হন, সেই সময় তিনি মহাকুম্ভে হাজির হয়ে মহামণ্ডলেশ্বর পদে বসেন কিন্নর আঁখড়ার। কিন্নর আঁখড়ার লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী মমতা কুলকার্নির অভিষেক করান। যা নিয়ে বিতর্ক শুরু হতেই মহামণ্ডলেশ্বর পদ থেকে মমতা কুলকার্নিকে সরানো হয়। মমতার পদ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই শাস্তির খাঁড়া নেমে আসে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীর উপরও। আর এবার স্বইচ্ছায় নিজের পদ থেকে সরলেন মমতা কুলকার্নি। বলিউডের প্রাক্তন অভিনেত্রী জানান, কিন্নর আঁখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। ছোট থেকেই তিনি সাধ্বী। তাই জীবনভর তিনি সাধ্বী থাকবেন বলে নিজের বক্তব্যে বলতে শোনা যায় প্রাক্তন অভিনেত্রীকে।
শুনুন মহামণ্ডলেশ্বর পদ নিয়ে কী বললেন মমতা কুলকার্নি...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)