Police Arrested 3 For Uploading Videos Of Women Bathing At Maha Kumbh: মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিয়ো তুলে ইউটিউবে আপলোড করে রোজগার, চরম পদক্ষেপ পুলিশের

Arrested Youth For Upload Woman Bath Videos In Maha Kumbh (Photo Credit: X)

প্রয়াগরাজ (Prayagraj) মহাকুম্ভে (Maha Kumbh 2025)  মহিলাদের স্নানের দৃশ্য (Bathing) হল তাঁদের কনটেন্ট। ত্রিবেণী সঙ্গমে মহিলারা যখন পূণ্যস্নান করছেন, সেই সময় তাঁদের ভিডিয়ো, ছবি ক্লিক করে, তা ইউটিউবে আপলোড শুরু করেন ৩ যুবক। যার খোঁজ পেয়ে অবশেষে চন্দ্রপ্রকাশ, ফুলচাঁদ, প্রজ্জ্বল অশোক তেলি এবং প্রজ রাজেন্দ্র পাটিল নামে ৩ জনকে গ্রেফতার করে গুজরাট পুলিশ। আহমেদাবাদ পুলিশের অপরাধ দমন শাখার তরফে এই তিনজনকে গ্রেফতার করা হয় বলে খবর। মহাকুম্ভে মহিলাদের স্নানের ভিডিয়ো তুলে, তা ইউটিউবে এডিট করে আপলোডের মাধ্যমে ৩ জনই রোজগার শুরু করে। গোপণ সূত্রে খবর পেয়ে ওই ৩ জনকে পাকড়াও করা হয়। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে তাই করা যায় না, বলা যয়া না। যার সাম্প্রতিক প্রমাণ ইন্ডিয়াস গট লেটেন্ট শো। ডার্ক কমেডির নামে যে অশ্লীল, কদর্ষ ভাষা প্রয়োগ করা হয়, তার বিরুদ্ধে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া,  সময় রায়না, রেবেল কিড অপূর্বার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে চলছে বিতর্ক।

মহিলাদের স্নানের ভিডিয়ো আপলোড করে পুলিশের জালে...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now