Madhya Pradesh: শ্রাবণ মাসের প্রথম দিনে উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে শুরু হল মহাদেবের আরতি (দেখুন ভিডিও)

সকালেই মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা 'ভস্ম আরতি' করেন। যেহেতু পুরো শ্রাবণ মাসটি ভগবান শিবের উপাসনায় নিবেদিত, তাই এই আরতিটি উত্সবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

গোটা দেশ জুড়ে শুরু হয়েছে মহাদেবের শ্রাবণ মাসের পুজো। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরেও শুরু হয়েছে মহা শ্রাবণের পুজো। সকালেই মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা 'ভস্ম আরতি' করেন। যেহেতু পুরো শ্রাবণ মাসটি ভগবান শিবের উপাসনায় নিবেদিত, তাই এই আরতিটি উত্সবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিবের আরাধনা করলে মানুষের জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে। ভিডিওতে মাঝেমাঝেই ভক্তদের ও উপাসকদের গলাতে শোনা যাচ্ছে 'হর হর মহাদেব' এবং 'ভোলেনাথ কি জয়' স্লোগান।দেখুন সেই ভিডিও-