Madhya Pradesh: ফিনাইল খেলে আত্মহত্যার চেষ্টা ছাত্রের, গ্রেফতার ২ শিক্ষিকা
শিক্ষিকার আচরণে অপমানিত হয়ে ফিনাইল খেলে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে ১৪ বছরের পড়ুয়া।
নয়াদিল্লিঃ ছাত্রকে আত্মহত্যায়(Suicide)প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার ২ শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) গোয়ালিওর(Gwalior)। শিক্ষিকার আচরণে অপমানিত হয়ে ফিনাইল খেলে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে ১৪ বছরের পড়ুয়া। মহারাজপুরা থানা এলাকার কেন্দ্রীয় বিদ্যালয় নম্বর ২-এর ছাত্র সে। এরপরই তদন্তে নেমে জানা যায়, দুই শিক্ষিকাকে এই আত্মহত্যার চেষ্টার পিছনে দায়ী করে সে। গত মঙ্গলবার ওই দুই শিক্ষিকার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে দুই শিক্ষিকাকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে।
Suicide Prevention and Mental Health Helpline Numbers:
Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
ছাত্রকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার ২ শিক্ষিকা
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)