Lucknow: সন্তান জন্ম দিতে অক্ষম স্ত্রী গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিলেন স্বামীর, লখনউয়ে এক মর্মান্তিক ঘটনা
উত্তর প্রদেশঃ সন্তান জন্ম দিতে অক্ষম স্ত্রীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে চিড়লেন স্বামী। এমনি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) লখনউ (Lucknow)শহরে। সূত্রের খবর, অনেক চিকিৎসার পরেও সন্তান হচ্ছিল না ৩০ বছরের ওই মহিলার। এই বিষয় নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত। সেই কারনের স্ত্রী নিজের বাপের বাড়ি চলে যায়। বড়দিনের উৎসবে স্বামী রবীন্দ্র হাজির হয় শ্বশুরবাড়িতে। স্ত্রীর বাড়ির লোকজনকে রাজি করিয়ে স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনেন তিনি। পরে এই বিষয় নিয়ে আবার শুরু হয় দুজনের মধ্যে বাকবিতণ্ডা। আর এই বাকবিতণ্ডাই ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয়। স্ত্রীকে মারধর শুরু করেন স্বামী শুধু তাই নয়, স্ত্রীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে চিড়ে দিলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পুলিশ আসে এবং স্বামী রবীন্দ্রের বিরুদ্ধে মামলা দায় করে। পুলিশ সুত্রের খবর স্বামী রবীন্দ্র পলাতক এবং আহত স্ত্রী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে পুলিশ জানান খুব তাড়াতাড়ি অভিযুক্ত রবীন্দ্রকে গ্রেফতার করবেন তারা।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)