Lucknow: ক্রিপ্টোট্রেডিং ব্যবসায় ক্ষতি, নিজেকেই অপহরণের ছক করে বাড়ি থেকে টাকার দাবি এক আইটি ইঞ্জিনিয়ারের
ক্রিপ্টোট্রেডিং ব্যবসায় ক্ষতির জেরে এই সিদ্ধান্ত নেয় আইটি ইঞ্জিনিয়ার আমান কুমার
ক্রিপ্টোট্রেডিং ব্যবসায় বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়ে এবার নিজেকেই অপহরণের ফাঁদ ফাঁদল এক যুবক।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরে।আমান কুমার নামের ওই যুবক নিজেকে অপহরণ করা হয়েছে বলে দাবি করে বাবা মাকে বিভিন্ন আওয়াজে ফোন করে। এবং টাকা দাবি করে।
সোমবার থানায় অভিযোগ দায়ের করা হয় বাড়ির লোকেদের তরফে এবং জানানো হয় যে প্রায় ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে অপহরণকারীদের তরফে। পুলিশের তরফে তদন্ত শুরু করা হলে ধরা পড়ে যায় অভিযুক্ত ওই যুবক। অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে সে এই ধরনের কাজ করেছে বলে স্বীকার করে নেয় সে।